হবিগঞ্জের গহীন অরণ্য থেকে ফের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি গহীন অরণ্য থেকে ফের মেশিনগানের ব্যারেল ও ৭ শতাধিক গুলি উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার সকালে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি একটি টিলার গর্ত থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব টিলায় অভিযান চালিয়ে একটি মেশিনগানের ব্যারেল, ৫৬টি কামান বিধ্বংসী গুলি ও ৬৩৩ট এসএমজির গুলি উদ্ধার করে।

র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সানা শামীনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত,গত মঙ্গলবার ভোর থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ির ত্রিপুরা পল্লী ও আশপাশের বিভিন্ন পাহাড়ে অভিযান চালায় র‌্যাব। ওই এলাকার ৭টি বাংকার থেকে ১টি রকেট লাঞ্চার, ৪০ মিলিমিটার ২২২টি রকেট, ২৪৮টি রকেট চার্জার, ৪টি মেশিনগান, মেশিনগানের ৫টি ব্যারেল, ১২ হাজার ৯শ’ ৮৭ রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো ঢাকা সেন্ট্রাল অ্যামুনিশন ডিপো ও সেন্ট্রাল অর্ডিনেন্স ডিপোতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই