হত্যা মামলার আসামি গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে এ হত্যা রহস্য উদঘাটনের জন্য শনিবার ৫ দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃতকে পুলিশ নেত্রকোনা আদালতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার এসআই নূর হোসেনের নের্তৃত্বে এক অভিযান চালিয়ে ময়মনসিংহের মাসকান্দা এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, গ্রেপ্তারকৃত শামীমকে শনিবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য চালু নেই