হঠাৎ সড়ক গিলে খেল গাড়ি!

রাস্তায় দাঁড় করিয়ে দোকানে গিয়েছিলেন অ্যালিসা ব্যাঙ্কস। ফিরে এসে প্রিয় নতুন গাড়িটিকে আর রাস্তায় পেলেন না। কারণ ততক্ষণে ‘সড়ক’ সেটা গিলে ফেলেছে। বড় এক গহ্বরে হারিয়ে গেছে গাড়িটি।

চমকে যাবার মতো ঘটনা হলেও এটাই সত্যি। রোববার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে রাস্তার পাশে হঠাৎ এক বড় গহ্বরের সৃষ্টি হয়। আর তাতে রাস্তায় দাঁড় করানো গাড়ি হারিয়ে যাবার ঘটনা ঘটে।

স্থানীয় নগর কর্তৃপক্ষ জানায়, পানির প্রধান লাইন ফুটো হয়ে ধসের সৃষ্টি হয়। এতে করে একটি বিরাট অংশ (৩০ ফুট বাই ১০ ফুট) নিয়ে রাস্তাটি তলিয়ে যায়। সৃষ্টি হয় বিরাট এক গহ্বর। ওই গহ্বরে একটি গাড়ি পুরো হারিয়ে যায়। অন্য আরেকটি কোনো মতে খাদের কিনারায় টিকে ছিল।

এদিকে ধসের কারণে ওই এলাকার অন্তত ২০টি বাড়িতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে ছ’টি বাড়িতে গ্যাস সংযোগও বন্ধ করে দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই