হঠাৎই জঙ্গিদের ধন্যবাদ জানিয়ে বিতর্কে সোনম কপূর! পিছনের কারণ জানলে অবাক হবেন

সোনম কপূর বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম। সেই সোনম কপূরই কিনা জঙ্গিদের ধন্যবাদ জানাচ্ছেন! সোনমের এ হেন মন্তব্যের পরে সবার চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে। জঙ্গিদের হঠাৎ ধন্যবাদ জানাতে গেলেন কেন সোনম? আর কাউকে ধন্যবাদ না জানিয়ে শেষমেশ জঙ্গিদের ধন্যবাদ দিলেন সোনম! নীরজা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পরে ধন্যবাদ জানাতে গিয়ে সোনম বলেন, ‘এই পুরস্কারের জন্য জঙ্গিদের এবং যাত্রীদের ধন্যবাদ জানাই।’

সময়টা ১৯৮৬-র ৫ সেপ্টেম্বর। ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছিল ‘প্যান অ্যাম ফ্লাইট ৭৩’ বিমানটি। মাঝে করাচিতে বিরতির সময়ে চারজন বন্দুকধারী নিরাপত্তারক্ষীর ছদ্মবেশে বিমানে উঠে তা হাইজ্যাক করে। তাঁদের দাবি ছিল, আমেরিকান যাত্রীদের চিহ্নিত করে তাদের হাতে তুলে দিতে হবে। যাত্রীরা তখন ভয়ে সিঁটিয়ে। এমন সময়ে নীরজা ভানট নিজের প্রাণ বিসর্জন দিয়ে যাত্রীদের মুক্ত করেন। এই গল্প নিয়েই বায়োপিক ‘নীরজা’। নাম ভূমিকায় অভিনয় করে সবার প্রশংসা আদায় করে নিয়েছেন সোনম। সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি। পুরস্কার হাতে নিয়েই সোনম ‘জঙ্গি’দের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর এ হেন বক্তব্যের পরে প্রশ্নের ঝড় উঠে গিয়েছে। খবরের ভিতরকার খবর বলছে অবশ্য অন্য কথা। আসলে সোনম ‘নীরজা’ ছবিতে জঙ্গি এবং যাত্রীদের ভূমিকায় অভিনয় করা অভিনেতাদের কথা বলেছেন। যা বলতে চেয়েছিলেন, সেই অর্থ হয়ে গিয়েছে উলটো। সোনমের জন্য যিনি স্ক্রিপ্ট লিখেছিলেন, তিনি সমস্যা তৈরি করেছিলেন। ভেবেছিলেন সোনমের মুখে বেশ বুদ্ধিদীপ্ত শোনাবে তা। কিন্তু তা তো হয়নি। উলটে সোনমের বুদ্ধিমত্তা ও রসবোধ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। নিন্দিত হয়েছেন সোনম।



মন্তব্য চালু নেই