হজ পালন করতে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু

আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়া বাংলাদেশি সাত হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলা বলে জানা গেছে।

গত ১৫ দিনে মৃত্যুবরণ করা সাতজনের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। তাদের মধ্যে মক্কায় ৪ জন, মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন ইন্তেকাল করেন।

সূত্রে জানা যায়, শনিবার (২০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলার জোহরা খাতুন (৬১) মদিনা আল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর ০০০২৯৭৫।

এছাড়া ১৯ আগস্ট (শুক্রবার) রংপুর জেলার হেলাল উদ্দিন (৬৪) ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৫৪৭১৬।

১৬ আগস্ট চট্টগ্রাম জেলার মো. রেহানউদ্দিন (৭৩) মদিনায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১।

১৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার আবুল হাশেম (৭৯) জেদ্দায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০০২৫৯৭০।

৭ আগস্ট গাজীপুর জেলার জমিলা আক্তার (৭৯) মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর বি ই ০১৪৩৯৩২।



মন্তব্য চালু নেই