হজ নিবন্ধনের সময় বাড়ল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

হজযাত্রী নিবন্ধনের সময় ৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। এতে করে চলমান রাজনৈতিক অস্থিরতায় হজ পালনে আগ্রহীরা ২১ দিন বাড়তি সময় পেলেন। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে একটি আদেশ জারি করা হবে। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, হজ রেজিস্ট্রেশনের সময় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়বে, তবে এর আগে হজযাত্রীর কোটা পূরণ হয়ে গেলে বর্ধিত মেয়াদ কার্যকর হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন।

সৌদি সরকার ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগে হজের টাকা জমা নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এর সভাপতি ইব্রাহিম বাহার জানিয়েছেন, ‘বেসরকারি ২৫ হাজার হজযাত্রীর নিবন্ধন হয়েছে, তবে সরকারি হজযাত্রীদের নিবন্ধনের সংখ্যা জানা যায়নি।’



মন্তব্য চালু নেই