হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু ২০ মার্চ
আগামী ২০ মার্চ থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইন প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ মেলার উদ্বোধনকালে মন্ত্রী একথা জানান।
তিনি বলেন, সব ধরণের হয়রানি থেকে মুক্ত রাখতে প্রথমবারের মতো প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হতে যাচ্ছে।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১,৭৫৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১,৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
হজের প্রাক-নিবন্ধনের প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া অনলাইনে নিবন্ধনের প্রস্তুতির পাশাপাশি লাইসেন্স নবায়ন ও বৈধ হজ এজেন্সির তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই