হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের গোল উৎসব

ঘরের মাঠে রোল বল বিশ্বকাপের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল ১৯টি গোল করে। সব মিলিয়ে চতুর্থ রোল বল বিশ্বকাপের প্রথম ম্যাচেই ১৯-১ ব্যবধানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

রোল বল বিশ্বকাপের শুরুতেই অব্যবস্থাপনা ধরা পড়েছে। ফলে তিনটার ম্যাচ শুরু হয় পৌনে পাঁচটায়। ভেন্যু খেলার উপযোগী না হওয়ায় ম্যাচ নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের হ্যান্ডবল স্টেডিয়ামে।

ম্যাচ শুরুর পর দুর্দান্ত আক্রমনে গোল উৎসবে মাতে স্বাগতিক দল। যদিও খেলা শুরুর ৩৩ সেকেন্ডেই প্রথম গোল খেয়ে বসে বাংলাদেশ। তবে এরপর আর হংকংকে মাথা তুলে দাড়াতে দেয়নি তারা। গোল হজমের ১০ সেকেন্ডের ব্যবধানে গোল পরিশোধ করে। এরপর চলতে থাকে টিম বাংলাদেশের গোল উৎসব।

ম্যাচের প্রথমার্ধে মোট ৭ গোল দেয় তারা। দ্বিতীয়ার্ধে যেন আরো ক্ষুরধার আসিফদের একেকটি আক্রমণ। যোগ হয় আরও ১২টি গোল। দলের হয়ে একাই ১১টি গোল দিয়েছেন আক্রমণভাগের খেলোয়ার হৃদয়। ফলে শেষপর্যণ্ত ১৯-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় স্বাগতিক দল।



মন্তব্য চালু নেই