সড়ক পথে কোনো শৃঙ্খলা নেই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পথের কোনো শৃঙ্খলা নেই। রাজধানীর সড়ক পথের শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের বড় চ্যালেঞ্জ। যে কোনো মূল্যে এ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

মঙ্গলবার সকালে মিরপুর-১৪ নম্বর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ট্রাস্ট ট্রান্সপোর্ট
সার্ভিস আয়োজিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ২০টি বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য, ভিআইপি ও রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ ভবনের ভেতর দিয়ে অনেকই গাড়িতে ভূয়া স্টিকার লাগিয়ে চলাচল করছে। এটা কোনো শুভ লক্ষণ নয়। এই অশুভ কাজ থেকে বিরত থাকতে হবে।’

গত ১লা নভেম্বর থেকে রাজধানীতে সিএনজি চালিত অটোরিক্সায় মিটার সিস্টেম চালু হয়েছে। ভ্রাম্যমান আদালত একটি হাতে গোনা দু’একটি সিএনজি বাদে ১০০ ভাগ সিনজিতে মিটার সিস্টেম কার্যক্রম চালু করেছে। আগামী ১ জানুয়ারি থেকে চট্টগ্রাম মহানগরে সিএনজি মিটারে চালু হবে।’

মন্ত্রী বলেন, ‘জনস্বার্থে সড়ক পথের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিলবোর্ড সরিয়ে ফেলার আহবান জানান তিন মেয়রের প্রতি। ভিআইপিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, ‘ভিআইপিরা যদি রাস্তার রং সাইডে চলে, তাহলে যানজট দূর হবে কীভাবে। তাদের শিক্ষকের ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘রাজধানীতে ৮০ হাজার রিক্সার অনুমোদন আছে। কিন্তু সেখানে চলছে ১২ থেকে ১৫
লাখ রিক্সা। তাহলে কিভাবে যানজট দূর হবে। এছাড়া সরকারি দলের লোকজন ফুটপাত দখল
করে থাকলে কোনোদিনই যানজট দূর হবে না। এ ব্যাপারে আমাদের সচেতন ও কঠোর হতে হবে।’ অবশ্য মেট্রোরেল ও উড়াল সড়ক চালু হলে নগরীতে যানজট থাকবে না বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী পরে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ২০টি বাস সার্ভিস উদ্বোধন করেন।

বাসগুলো ঢাকা মিরপুর-ঢাকা সেনানিবাস-ফার্মগেট-শাহবাগ-গুলিস্তান-মতিঝিল রুটে  চলাচল করবে। এ সময় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড এর নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার আবিদুস সামাদ, ওমামা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান সারমিন বিনতে সিদ্দিক, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই