সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন হচ্ছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনায় দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে ১৯৮৩ সালের মটরযান ভ্যাকেল অধ্যাদেশকে পরিবর্তন করে এ বছরই আইনে পরিণত করা হবে।

তিনি বলেন, বর্তমান প্রচলিত আইনের ফাঁকে অপরাধীরা শাস্তি ভোগ না করে ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। দুর্ঘটনার পরে যেসব তদন্ত কমিটি গঠন করা হয় এগুলো আসলে কোনো কাজে আসে না। এজন্য আইন সংস্কার করা হচ্ছে।

আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনের সময় সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রীর সাথে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এবারের ঈদের পর সড়কের অবস্থা ভালো থাকলে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এ গুলোকে সড়ক দুর্ঘটনা বলবো না, এগুলো রোড ক্র্যাশ। এজন্য দায়ী অটোরিকশা, নসিমন ও করিমন। এগুলোর বিরুদ্ধে ১ আগস্ট থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, আমি কঠোর হলে এ নিয়ে লেখালেখি সমালোচনা হবে। তবে এতে আমি ভীত নই।



মন্তব্য চালু নেই