স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ এর তথ্য ফাঁস

অ্যানড্রয়েড ডিভাইসের জনপ্রিয় বেঞ্চমার্ক অ্যাপ অ্যান টু টু(AnTuTu) সম্প্রতি তাদের উইবো অ্যাকাউন্টে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন ফোনের তথ্য ফাঁস করেছে। এই ফোনটির মডেল গ্যালাক্সি এস৭।

ফাঁস হওয়া তথ্য মতে গ্যালাক্সি এস ৭ এ থাকছে ৫.১ ইঞ্চির ডিসপ্লে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

অ্যানড্রয়েড মার্সম্যালো ৬.০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে থাকছে স্যামসাংয়ের টাচ উইজ। এতে আছে ৪ জিবি র‌্যাম। বিল্টইন মেমোরি ৬৪ কিংবা ৩২ জিবি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফোনটি মাইক্রোএসডি কার্ড স্লট থাকছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

গ্যালাক্সি এস ৭ এর রিয়ার ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় ব্রাইটসেলের ক্যামেরা সেন্সর থাকছে। ফলে অল্প আলোতেই ভালো ছবি পাওয়া যাবে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

ফোনটির ব্যাটারির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এরদাম সম্পর্কে তথ্য দিতে পারেনি অ্যান টু টু।



মন্তব্য চালু নেই