স্মৃতিসৌধে বিদায়ী সিইসি’র শ্রদ্ধা নিবেদন

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সাক্ষর করেন।

মঙ্গলবার সকাল ১১টায় সড়ক পথে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌছে শহীদ বেধীতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিদায়ী নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, আবু হাফিজ এবং জাবেদ আলী।

শ্রদ্ধা নিবেদন শেষে বিদায়ী সিইসি কাজী রকিবউদ্দিন আহম্মেদ নির্বাচন কমিশনকে সংবিধানিক ও রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে বলেন, আমরা আমাদের দায়িত্ব অন্তর থেকে পালন করে এসেছি। সেই সাথে তিনি নতুন নির্বাচন কমিশনও তাদের মতো দায়িত্ব পালন করবে বলেও আশাবাদ বক্ত করেন।

এদিকে, বিদায়ী নির্বাচন কমিশনের সদস্যদের আগমন উপলক্ষে সাভারসহ পুরো সৌধ এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।



মন্তব্য চালু নেই