স্মার্টফোন দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে স্মার্ট বাল্ব

বিছানায় শুয়ে বা সোফায় বসেই স্মার্টফোন দিয়ে জ্বালানো বা বন্ধ করা যাবে বাল্ব। চাইলে বাল্বের আলোর পরিমাণও নিয়ন্ত্রণ করা যাবে। সিসকা এলইডির তৈরি ব্লুটুথ প্রযুক্তির বাতি নিয়ন্ত্রণের জন্য স্মার্টফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি কাজে লাগিয়েই মূলত বাল্বটির কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব।

অ্যাপটিতে থাকা ‘শেক অ্যান্ড ড্যান্স’ ফিচার কাজে লাগিয়ে গানের তালে তালে বাল্বের আলোর ঔজ্জ্বল্যও নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি ভিন্ন ভিন্ন রঙের আলোও নির্দিষ্ট করা যাবে। ‘রেইনবো এলইডি বাল্ব’ নামের স্মার্ট বাল্বটির দাম পড়বে প্রায় আড়াই হাজার টাকা।



মন্তব্য চালু নেই