স্মার্টগ্লাসে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) জাপানের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ইপসন তৃতীয় প্রজন্মের স্মার্টগ্লাস মোভেরিও বিটি-৩০০ উম্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তৈরি করা সবচে হালকা ওজনের স্মার্ট গ্লাস এটি। ২০১৪ তে বের হওয়া বিটি-২০০ এর উন্নতর ভার্সন হিসেবে এই গ্লাসটি প্রযুক্তি বাজারে আসবে।

ইপসন মোভিরিও বিটি-৩০০ তে .৪৩ ইঞ্চির সিলিকন ওএলইডি এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লের রেজুলেশন ১২৮০x ৭২০ পিক্সেল। ইন্টেলের অ্যাটম এক্স৫ কোয়াড কোর মানের প্রসেসর দিয়ে গ্লাসটি পরিচালিত হবে এবং এটি অ্যানড্রয়েডের ৫.১ ভার্সন দ্বারা পরিচালিত হবে। এতে রয়েছে ৫ মেগা পিক্সেলের ক্যামেরা। এর ডিসপ্লেতে রয়েছে স্বচ্ছতা।

স্মার্টগ্লাসটির প্রি অর্ডার নেয়া শুরু হয়েছে। এ বছরেই গ্রাহকদের হাতে পৌছে যাবে ইপসন মোভিরিও বিটি-৩০০। গ্লাসটির মূল্য ৭৯৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ হাজার টাকা।



মন্তব্য চালু নেই