স্বাস্থ্য বিষয়ক সেমিনারে খাবার খেয়ে নিহত ১, অসুস্থ ১৫
বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে মারা গেছেন ১ জন। এছাড়া আহত হয়েছেন ৮ জন চিকিৎসক সহ অন্তত পনের জন। জেলার সিভিল সার্জন ডা: মো: গোলাম ফারুক ভুঁইয়া বিবিসিকে জানান মঙ্গলবার সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে যক্ষ্মা রোগ সম্পর্কিত একটি সেমিনারে ওই ঘটনা ঘটে।
তিনি জানান ওই সেমিনারে সদর হাসপাতালের চিকিৎসকরা ছাড়াও বেসরকারি ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠানের খাবার হিসেবে নাসির বিরিয়ানি হাউজ নামক একটি দোকান থেকে আনা বিরিয়ানি পরিবেশন করা হয় এবং তা খেয়ে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ে।
মিস্টার ভুঁইয়া বলেন পরে অসুস্থদের মধ্যে উপশম ক্লিনিকের আয়া পারুলের স্বামী মারা যান। লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান জানান যে বিষয়টি নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। বিবিসি।
মন্তব্য চালু নেই