স্বাস্থ্যে বরাদ্দ ১৩ হাজার কোটি টাকা

২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে ১২ হাজার ৭২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ১১ হাজার ৫৬৮ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে চলমান বাজেট ভাষণে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

টেলিমেডিসিন সেবাকে গুরুত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য বাজেটে। দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ১৩ হাজার ৮৬১টি ল্যাপটপ দেয়া হবে। সেই সঙ্গে ৬৪টি হাসপাতাল এবং ৪৮১টি উপজেলা হাসপাতালে মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম চলছে ৫৩টি উপজেলায়। এ বছর আরো ২০টি উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ১৩২টি উপজেলায় জরুরি প্রসূতি সেবা কার্যক্রম জোরদার করা হচ্ছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘জনস্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে জাতীয় ওষুধ নীতি প্রণয়নের পাশাপাশি জাতীয় ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২, ড্রাগ অ্যাক্ট-১৯৪০, ড্রাগ রুলস- ১৯৪৫ ও ১৯৪৬ সহ বিভিন্ন সংশোধনী একত্রিত ও যুগোপযোগী করার জন্য কাজ চলছে।’



মন্তব্য চালু নেই