স্বামী স্ত্রীর মিলন শেষ হবার পর যে ৫টি গুরত্বপূর্ণ বিষয় জেনে নিন

স্বামী স্ত্রীর মিলন শেষ হবার পর যে ৫টি গুরত্বপূর্ণ বিষয় যৌন মিলন করারপর প্রত্যেক দম্পতির কিছু কিছু বিষয় মাথায় রাখা উচিতেএই গুরুত্বপূর্ণ বিসযগুলো মাথায় না রাখলে দাম্পত্য জীবন সুখের হয় না।

যৌন মিলন শেষ হবার পর যে পাচটি বিষয় গুরত্বপুর্ন সহকারে পালন করা উচিতঃ

1. যৌন মিলন পরবর্তীসময় মিলনের পোষ্টমটেম করবেন না। অর্থাৎমিলনের পর পরই সঙ্গীর অপারগতা গুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে। তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে যৌন মিলন করলে আপনি বেশি মজা পেতেন। সব সময় পুর্নতৃপ্তি পাবেন এমন কোনকথা নয়। আপানার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়। তাই তাকে হারানোর চেষ্টা করবেন না। এতে আপনি নিজেই হারবেন।

2. স্বামী স্ত্রীর মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন। এটি পরবর্তীতে তাকে উৎসাহ জোগাবে আপানাকে তৃপ্ত করার।

3. পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশের নারীদের একটা প্রবনতাআছে যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারীতার পাওনা/বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখি পরিবারে সঙ্গীর বায়না এমনিতে পুরন করার আগ্রহ জাগে।

4. স্বামী স্ত্রীর মিলন করার পর পর অন্ততঃ দুই-তিন মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন । তার চেয়ে বেশি সময় নিলে আরো ভাল।

5. স্বামী স্ত্রীর মিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন “আমি তোমায় অনেনননক ভালবাসি”।

উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন। মনে রাখবেন যৌন জীবনকে সুখময় করতে হলে আপনাকে অনেক কিছু মনে চলতে হবে এবং আপনি ও অনেক কিছু পাবেন।



মন্তব্য চালু নেই