স্বামী অনৈতিক জীবনাচরণে বিবাহিত জীবন দুর্বিষহ

স্বামী অনৈতিক জীবনাচরণে আসক্ত। ফলে বিবাহিত জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। অবিলম্বে অনৈতিক কাজ বন্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুম্বাইয়ের এক নারী। সর্বোচ্চ আদালতে দায়ের করা পিটিশনে তিনি জানিয়েছেন, পর্ন সাইটের প্রতি তীব্র আসক্তির জেরে বহু নারীর বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে।

সুপ্রিম কোর্টে আবেদনে ওই নারী বলেছেন, আমার স্বামী একজন শিক্ষিত প্রৌঢ় হয়ে যদি এরকম হারে পর্নোগ্রাফি দেখে সময় কাটায়, তাহলে কিশোর-যুবকদের উপর কতটা প্রভাব ফেলছে অনলাইন পর্ন সাইটগুলি।

তার কথায়, ‘আমার স্বামী দিনের বেশির ভাগ সময়ই পর্নোগ্রাফি দেখে কাটায়। সুযোগ পেলেই মোবাইলে পর্নোগ্রাফির সাইট খুলে ফেলে। সারা দিন বিকৃত যৌন ইচ্ছে নিয়ে কথা বলে। মানসিক বিকৃতি তৈরি হচ্ছে। একটা সুস্থ স্বাভাবিক বিবাহিত জীবন আমার নয়। দুর্বিসহ হয়ে উঠেছে।’

আবেদনকারী ওই নারী সমাজকর্মী হিসেবে মুম্বাইয়ে পরিচিত মুখ।
শীর্ষ আদালতে আবেদনে তিনি আরও বলেছেন, ‘গত ৩০ বছর ধরে আমাদের স্বাভাবিক দাম্পত্য ছিল। সমস্যা শুরু হয় ২০১৫ সাল থেকে। আমাদের দুই সন্তান রয়েছে। ২০১৫ সাল থেকেই আমার স্বামী হঠাৎ পর্নোগ্রাফিকে প্রবল আসক্ত হয়ে পড়ে। আমি ও আমার সন্তানরা বারবার নিষেধ করা সত্ত্বেও শোনে না। একজন সমাজকর্মী হিসেবে আমি চাই সরকার এই সব সাইট বন্ধ করার বিষয়ে পদক্ষেপ করুক।’

সূত্র : এই সময়



মন্তব্য চালু নেই