স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গণবিশ্ববিদ্যালয়ে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে ২৯ মার্চ রবিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সঙ্গীত পরিচালক এনায়েত-এ-মওলা জিন্নাহ’র পরিচালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক মাহমুদা বেগম, শিক্ষার্থী মোহনা, আরিফ ও পাপিয়া সঙ্গীত ও ইমনা নৃত্য পরিবেশন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লায়লা পারভীন বানু, উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু ও রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদা বেগম বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ায় ছাত্র-ছাত্রীদের ভ‚মিকা রাখার আহবান জানান।



মন্তব্য চালু নেই