স্বাধীনতা দিবসে গুগলের ডুডল চমক

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে টেক জায়ান্ট গুগল তাদের সার্চ ইঞ্জিনে ডুডল দিয়েছে।

শনিবার রাত ১২টার পর থেকে এটি প্রদর্শন করছে, যা ২৬ মার্চ দিনব্যাপী থাকবে।

এবারের ডুডলে দেখা যায়, Google শব্দের তৃতীয় বর্ণ ‘o’-এর মধ্যে একটি শিশু লাল-সবুজের পতাকা হাতে দৌড় দিচ্ছে। শিশুটির পরণেও রয়েছে লাল ও সবুজ রঙের জামা।

আর পুরো Google শব্দটি সবুজের মধ্যে লেখা। যেখানে তৃতীয় বর্ণটি লাল আর বাকিগুলো সাদা হরফের।

প্রসঙ্গত, ২০১৩ সালের স্বাধীনতা দিবসে প্রথম ডুডল প্রদর্শন শুরু করে গুগল। শুধু স্বাধীনতা দিবসেই নয় বাংলা নববর্ষসহ বিভিন্ন উপলক্ষে গুগল কর্তৃপক্ষ এমন উদ্যোগ নেয়।



মন্তব্য চালু নেই