স্বাধীনতার মাসে দেশের গান নিয়ে শিল্পী মঈন বকুল
দেশাত্ববোধ ,মানবতা ও জীবনমুখী গানের শিল্পী হিসেবে পরিচিত তরুন উদিয়মান কন্ঠশিল্পী মঈন বকুল ”ঘুম ঘুম চোখে বাংলাদেশ” শিরোনামে একটি দেশের গানে কন্ঠ দিয়েছেন। সোহেল রহমান এর পরিচালনায় এবং লুৎফর হাসান এর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তরুন সংগীত পরিচালক রানা আখন্দ।
জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবি কবরস্থান সহ ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ন করা হয়েছে। দেশের প্রতি ভালবাসা ও মমত্ববোধ ফুটে উঠেছে গানটিতে। গান সর্ম্পকে শিল্পী বলেন, আমি আমার মাকে যতটা ভালবাসি ঠিক ততটা আমি আমার দেশকে ভালবাসি আর সেই ভালবাসার জায়গা থেকেই গানটি অনেক যত্ন নিয়ে করেছি, আশা করি দর্শকের ভাল লাগবে।
২৬ শে মার্চ উপলক্ষে গানটি বিভিন্ন রেডিও ও টেলিভিশনে প্রচারিত হবে বলে জানান শিল্পী। উল্লেখ্য শিল্পী মঈন বকুলের ২ টি এ্যালবাম বাজারে প্রকাশিত হয়েছে অনেক আগেই এবং নতুন একটি এ্যালবামের কাজ চলছে আগামী রমজানের ঈদে বাজারে আসবে বলে জানান।
মন্তব্য চালু নেই