‘গ্রেফতার এড়াতে সালাহ উদ্দিন নিজেই আত্মগোপন করেছেন’

গ্রেফতার এড়াতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিজেই আত্মগোপন করেছেন বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার দুপুরে নাশকতা রোধ ও সড়ক পথে নিরাপদ যানবাহন চলাচলের লক্ষ্যে তিন জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতা, ১৪ দলের নেতা, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মববিনিময়কালে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সালাহ উদ্দিনকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছিল। গ্রেফতার এড়াতে তিনি নিজেই গভীরে আত্মগোপন করে রয়েছেন।’

সরকারের পক্ষে তাকে সন্ধানের চেষ্টা চলছে। তবে যারা তাকে এতদিন ধরে লুকিয়ে রেখে সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন তাদের বলব— ‘সালাউদ্দিনকে বের করে দিন।’

নাশকতার ব্যাপারে তিনি বলেন, ‘২০ দল রাস্তায় না নেমে, গণআন্দোলন না করে দেশব্যাপী সন্ত্রাস করছে। তারা এই সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে। আওয়ামী লীগ জনগণের সংগঠন। আমরা স্বাধীনতার সপক্ষের ১৪ দলসহ সবাইকে সঙ্গে নিয়ে দেশ রক্ষা করব। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে দুর্নীতিবাজদেরও বিচার করব।’

পরে এ মতবিনিময় সভায় যোগ দিতে এসে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া সন্ত্রাস করছেন। যারা হাতেনাতে ধরা পড়েছেন তারা বিএনপি ও জামায়াতের কর্মী। সবাই একমত হলে সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়াকে রেহাই দেওয়ার প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ বা দেশের ভেতর থেকে যারা সংলাপের কথা বলছেন, এই সন্ত্রাসীদের সঙ্গে কিভাবে আলোচনা হবে বিষয়টি তারা আরেকবার ভেবে দেখুক। ’৭১-এর যুদ্ধাপরাধীদের যেভাবে সাজা হচ্ছে একইভাবে সন্ত্রাসীদেরও বিচার হবে। সে ক্ষেত্রে খালেদা জিয়াকেও একচুল ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীদের নিয়ে যারা নির্বাচনের কথা বলছেন, কার্যত তাদের বাঁচানোর চেষ্টা করছেন তারা।’

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতারা ছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা, মুক্তিযোদ্ধারা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই