স্পিকারের অনুমতি লাগবে না: শিরীন শারমিন

টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বহিষ্কৃত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে স্পিকারের অনুমতি লাগবে না বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার সংসদ অধিবেশন শুরুর আগ মুহূর্তে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুধু সংসদ লবি, গ্যালারি ও চেম্বার থেকে কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করার ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়। এছাড়া কোনো অনুমতির প্রয়োজন হয় না।’

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তিনি যেটা বলেছেন সেটা ভুল। এটা স্পিকারের কোনো বিষয় নয়। তবে প্রচলিত আইনে সংসদ অধিবেশন শুরু হওয়ার ১৪দিন আগে ও সংসদ অধিবেশন শেষ হওয়ার ১৪দিন পর্যন্ত কোনো সিটিং এমপিকে গ্রেপ্তার করা যাবে না বলা আছে।’

তবে কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে হলে স্পিকারকে অবহিত করার বিধান রয়েছে বলেও জানান তিনি।

এদিকে লতিফ সিদ্দিকী সংসদ অধিবেশনে যোগ দিতে পারেন এমন খবর শুনে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সংসদের বিভিন্ন গেটে অপেক্ষায় থাকেন। কিন্তু তাদের সবাইকে হতাশ করে দিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সংসদ অধিবেশনে যোগ দেননি।



মন্তব্য চালু নেই