স্থানীয় সরকারসহ ৫ বিলে রাষ্ট্রপতির সম্মতি

দশম জাতীয় সংসদের চলতি অষ্টম অধিবেশনে পাস হওয়া স্থানীয় সরকার বিলসহ পাঁচ বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

বিলগুলো হল—উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল-২০১৫, Bangladesh Coinage (Amendment) Bill-2015, গণকর্মচারী (বিদেশী নাগরিকের সাথে বিবাহ) বিল-২০১৫, ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫ এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০১৫।



মন্তব্য চালু নেই