স্থগিত হলো বার কাউন্সিল নির্বাচন

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। বার কাউন্সিলের পক্ষে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এর আগে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত চেয়ে আইনজীবী ইউনুস আলী আকন্দ একটি রিট দায়ের করেন।
উল্লেখ, আগামী ২৭ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।





















মন্তব্য চালু নেই