স্ত্রীকে অশালীন মন্তব্য, প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে আহত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেহেরপুরের গাংনীতে সজীব উদ্দীন স্বাধীন (৩৫) নামে এক চিকিৎসককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত চিকিৎসককে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেছে।

স্বাধীনের স্ত্রী ও রাজশাহী জজকোর্টের আইনজীবী মিতা জানান, সন্ধ্যার দিকে তাঁর স্বামীকে নিয়ে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ এলাকায় হাঁটতে গিয়েছিলেন। পথের মাঝে কয়েকজন যুবক তাঁকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই যুবকরা সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্বামীকে কুপিয়ে আহত করে।

এদিকে গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ডা. স্বাধীনের মাথায় ১২টি সেলাই করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

সজীব উদ্দীন স্বাধীন গাংনী উপজেলা সহড়তলা গ্রামের সমির উদ্দীনের ছেলে ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা হাসপাতালের চিকিৎসক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই