স্ট্যাটাসের পর স্বাধীনতা পদক, ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ অবশেষে স্বাধীনতা পদক পেতে যাচ্ছেন। রোববার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

সম্প্রতি স্বাধীনতা পদক-২০১৬ তালিকায় নিজের নাম না থাকায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দেন নির্মলেন্দু গুণ। তাঁকে স্বাধীনতা পদক না দেওয়ায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন কবি।

স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণায় ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

লেখক-গায়ক শিবু কুমার শীল লিখেছেন, ‘আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির স্বাধীনতা পদক পান নাই। এমনকি প্রথম আলো পুরস্কার—এই বিষয়টা বাংলা সাহিত্যের ভাবিকালের লোকেরা কেমনে নেবে? পদক বা পুরস্কার কোনো কালের কোনো সাহিত্যরে কী দিসে? আদৌ কিছু দিতে পারে কি?’

সাংবাদিক-লেখক ইশিতয়াক আহমেদ লেখেন, ‘প্রকৃত কবিরা দেবদূত। তাঁরা সৃষ্টিকর্তার কাছ থেকেই একটা সম্মানজনক পদক নিয়ে জন্ম নেন। পদকের নাম, কবিতা…।’

কবি ও সাংবাদিক শিমুল সালাউদ্দিন লিখেছেন, ‘অভিনন্দন গুণদা, অজস্র অভিনন্দন। আপনার এ স্বাধীনতা পদকপ্রাপ্তি নজির হয়ে থাকবে বাংলা সাহিত্যের ইতিহাসে।’

রিয়াজ আহমেদ নামের একজন লিখেছেন, ‘চরিত্রের প্রয়োজনে মানুষ নগ্ন হতে পারলে, নির্মলেন্দু গুণ কেন স্বাধীনতা পদকের জন্য একটি স্ট্যাটাস দিতে পারবে না?’

রেজওয়ান তানিম নামে একজন লিখেছেন, ‘ক্ষমতা ও পুরস্কারের মোহ বড় ভয়ানক, প্রতিবাদী ও বিপ্লবীকেও সাইজ করে দেয়!’

আহমেদ রেজা লেখেন, ‘আমার একটা পদক লাগবে। কেউ কি শুনতে পাচ্ছেন? শুনলাম আজকাল নাকি ফেসবুকে স্ট্যাটাস দিলেও পদক পাওয়া যায়। আমার একটা চাই… কেউ কি শুনতে পাচ্ছেন?’



মন্তব্য চালু নেই