স্কুল ছাত্র সাকিব হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসির দাবীতে মানব বন্ধন

সাতক্ষীরার আশাশুনির পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাকিব হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসির দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জনতা ব্যাংক সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

প্রধান শিক্ষিকা আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে উক্ত মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নিহত সাকিবের বাবা আশাশুনি উপজেলা যুবলীগের আহবায়ক স,ম সেলিম রেজা মিলন, সহপাঠি অনিম রায়, তারিক আহমেদ, আশাশুনি ডিগ্রী কলেজের অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ইয়াহিয়া ইকবাল, চম্পাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আব্দুর রহিম, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোস্তাফিজুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক একেএম ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ।

মানব বন্ধন শেষে সেখানে হত্যাকারীদের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসির দাবীতে উপজেলা নির্বার্হী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী ও স্বরাষ্ট মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানবন্ধনে আশাশুনি উপজেলা সদরের ১৫টি শিক্ষা প্রষ্ঠিানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহন করেন।



মন্তব্য চালু নেই