সৌরভের রেকর্ড ভাঙতে যাচ্ছেন ডি ভিলিয়ার্স?

দীর্ঘসময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। ফিরেই নতুন এক রেকর্ড গড়তে চলেছেন দক্ষিণ আফ্রিকার ‘সুপারম্যান’ এবি ডি ভিলিয়ার্স। ভাঙতে যাচ্ছেন কলকাতার মহারাজা সৌরভ গাঙ্গুলীর দ্রুততম নয় হাজার রানের রেকর্ড। আর তার জন্য ডি ভিলিয়ার্সের চাই মাত্র ৮৭ রান।

রোববার থেকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ধারণা করা হচ্ছে, এই সিরিজেই ডি ভিলিয়ার্স দ্রুততম নয় হাজার রান করার নতুন রেকর্ড ছিনিয়ে নেবেন।

সৌরভের ওয়ানডেতে নয় হাজার রান করতে লেগেছিল ২২৮ ইনিংস। এটাই এখনও পর্যন্ত দ্রুততম সময়ে নয় হাজার রান তোলার বিশ্বরেকর্ড হয়ে আছে। এরইমধ্যে ২১১ ওয়ানডেতে ২০২টি ইনিংস খেলে ফেলেছেন ডি ভিলিয়ার্স। ৫৩.৬৯ গড়ে রান তুলেছেন ৮,৯১৩। সৌরভের রেকর্ড ভাঙতে চাই আর মাত্র ৮৭ রান।

ওয়ানডেতে দ্রুততম নয় হাজার রান করাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শচীন টেন্ডুলকার। তার লেগেছিল ২৩৫ ইনিংস। এরপর যথাক্রমে আছেন ব্রায়ান লারা (২৩৯ ইনিংস), রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস (২৪২ ইনিংস) ও মহেন্দ্র সিং ধোনি (২৪৪ ইনিংস)।



মন্তব্য চালু নেই