সৌদি রেমিটেন্স কমছেই

টানা দুইমাস ধরে সৌদি আরব থেকে আসা রেমিটেন্সের পরিমান কমছে। তবে রেমিটেন্স পাঠানোতে দেশটি এখনো ধরে রেখেছে শীর্ষস্থান। চলতি (২০১৪-১৫) অর্থবছরের মে মাসে দেশটি থেকে রেমিটেন্স এসেছে ২৮৫ কোটি ৬৬ মার্কিন ডলার। যা একই অর্থবছরের মার্চ ও এপ্রিল মাসে ছিল যথাক্রমে ৩০৬ কোটি ৯৪ লাখ ও ২৯৮ কোটি ৩৭ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, একই সঙ্গে কমেছে মধ্যপ্রাচ্য থেকে আসা মোট রেমিটেন্সের পরিমানও। মে শেষে এ অঞ্চল থেকে মোট রেমিটেন্স এসেছে ৭৭৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার। যা মার্চে ও এপ্রিল শেষে ছিল ৮১৪ কোটি ৪৪ লাখ ও ৭৮৭ কোটি ৮২ লাখ মার্কিন ডলার।

রেমিটেন্স পাঠানোর দিক দিয়ে দ্বিতীয় শীর্ষস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এ দেশটি থেকে রেমিটেন্স এসেছে ২৩৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার। আর তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে ২১১ কোটি ২১ লাখ মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, জাপান, মালেয়শিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া, হংকং ও এ অঞ্চলের আরো কিছু দেশ মিলিয়ে মোট রেমিটেন্স এসেছে ৫৪৮ কোটি ৩১ লাখ মার্কিন ডলার।

উল্লেখ্য, গত মে মাস শেষে মোট রেমিটেন্স এসেছে ১ হাজার ৩২১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।



মন্তব্য চালু নেই