সৌদি আরবে আরো ৫ হজযাত্রীর মৃত্যু

হজ করতে গিয়ে সৌদি আরবে আরো পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে পাঁচ নারীসহ ২১ জন বাংলাদেশি মারা গেলেন। এর মধ্যে মক্কায় ১৫ জন, মদিনায় পাঁচজন ও জেদ্দায় একজন মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, রোববার মক্কায় ফেনীর মোহাম্মদ ইয়াকুব (৫৭) ও চুয়াডাঙ্গার শাহানারা বেগম (৭৭) মারা যান। এ ছাড়া গত শনিবার মারা যান গাজীপুরের জামালউদ্দিন (৪৩), পাবনার মোহাম্মদ আলাউদ্দিন (৬১) ও চট্টগ্রামের নাসিমা আক্তার (৩৮)। প্রত্যেকে বয়স ও অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৬৮৩ জনের হজে যাওয়ার কথা। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৭২ হাজার ১৫৭ জন সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে ১ হাজার ৪১৮ জন সরকারি ব্যবস্থাপনায় ও ৭০ হাজার ১৩৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট সৌদি আরব যাবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে। সর্বশেষ ফ্লাইটটি আসবে ৭ নভেম্বর।



মন্তব্য চালু নেই