সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ শুক্রবার সে অঞ্চলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। এ ছাড়া দুবাইভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার ইংরেজি সংস্করণের এক প্রতিবেদনেও এ খবর বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার পর সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবরটি সর্বপ্রথম প্রকাশ করে। শুক্রবার সূর্য উদয়ের সামান্য সময় পরে (স্থানীয় সময় ভোর ৫টা ৩৫মিনিটে) রিয়াদে ধিরা জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ।
সৌদি আরবে ইসলামী রীতি অনুযায়ী সূর্য ওঠার কিছু সময় পরই মূলত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজ আদায় করার পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরে জিকিরে-ইবাদতে মগ্ন থাকেন।
ঈদ উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন স্থান নবরূপে সেজেছে। দেশটির প্রধান প্রধান সড়কে নানা রকম ব্যানার ফেস্টুন ও নিয়ন আলোয় ছেয়ে গেছে। এদিকে ঈদে এবং তার পরবর্তী সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই