সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা সবাই শ্রমিক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রিয়াদের ৩৫০ কিলোমিটার দূরে জোবাইন-ডাহারান মহাসড়কের কাতিফ শহরে শ্রমিকবাহী একটি গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুই ভাই রয়েছেন।

এরা হচ্ছেন- বরিশালের উজিরপুর উপজেলার শহিদুল ইসলাম ও তার ভাই বাবুল। এছাড়া্ অপর চারজন হচ্ছেন-পটুয়াখালীর রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রানা ও শরিফ।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে দূতাবাসের কর্মকর্তা পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই