সোয়া তিন কেজি স্বর্ণসহ আটক ২

সোয়া তিন কেজি স্বর্ণসহ মাহামুদা হোসেন (২৬) এবং নুরুল্লাহ নুর (৪৫) নামে দুজনকে আটক করেছে কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে আটক করা হয়। কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই দুই যাত্রী মালেয়েশিয়া থেকে এমএইচ ১৯৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল বিমান বন্দরে সকালে অবতরণ করে। এ সময় মাহমুদার জুতার ভেতর থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যেগুলোর ওজন দুইকেজি ৪৪০ গ্রাম।

একই ফ্লাইটে আসা নুরুল্লাহর কাছ থেকে আটশো গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য ১ কেটি ৬২ লাখ টাকা বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।



মন্তব্য চালু নেই