সোহেল ও হাবিবের ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেলের নয় মামলায় এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের আট মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
রাজধানীর পল্টন, রমনা ও মতিঝিল থানায় সহিংসতা, গাড়ি ভাংচুরের অভিযোগ এনে দায়ের করা মামলায় তারা এ জামিন পান।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের এ জামিন আদেশ দেন।
আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাসুদ রানা। অরপদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।
আইনজীবী মাসুদ রানা বলেন, ‘সোহেলের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা থাকায় তিনি এখনি কারামুক্ত হতে পারছেন না। তবে হাবিবের মুক্তিতে আর কোন বাধা নেই।’


মন্তব্য চালু নেই