মংলায় ট্যাঙ্কারে দগ্ধ ৩ জনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলে তেলবাহী ট্যাঙ্কারে আগুনের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ।
রোববার সকালে বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাইফুর রহমানকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার সরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত হারবার মাস্টার আবু আবদুল্লাহ ও হাইস্প্রিড কোং এর জেনারেল ম্যানেজার মো. জয়নাল আবেদিন।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এমএইচআর ভূইয়া জানান, এ কমিটিকে আগামী ১২ঘণ্টা মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শনিবার সকালে মংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত এমটি জাকাহ নামক তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগে। এতে জাহাজটির ইঞ্জিনরুমসহ পেছনের একাংশ পুড়ে যায়। এ সময় জাহাজে থাকা ৪ কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ওই দিন বিকেলে একজনের মৃত্য হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আরো ২ জন। তাদের শরীরের ৮০ ভাগই দগ্ধ হয় বলে চিকিৎসকরা জানান।
রোববার দুপুর পর্যন্ত জাহাজে আগুনের কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারটি মংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীদের পাহারায় রয়েছে।


মন্তব্য চালু নেই