সোহরাওয়ার্দীতে বৃহস্পতিবার জাপার সমাবেশ

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জাতীয় পার্টি। দলের ২৯তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপনে এ সমাবেশ করতে যাচ্ছে জাপা।

সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে মূল সমাবেশ শুরু হবে দুপুর ১টায়। এতে সভাপতিত্ব করবেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

প্রধান অতিথি থাকবেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদীয় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ পার্টির অন্যান্যা নেতারা।

সমাবেশে ১০ লাখ লোকের সমাগম করার ঘোষণা দিয়েছে জাপা। রাজধানী ছাড়াও নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে নেতাকর্মীরা এ সমাবেশে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে দলের পক্ষ থেকে।

এ সমাবেশ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে সাঁটানো হয়েছে ২০০ বিলবোর্ড।



মন্তব্য চালু নেই