সোনালী ব্যাংকের ওয়েবসাইটে হ্যাকারদের হানা

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের ওয়েবসাইটে আবারও হানা দিয়েছে হ্যাকাররা। তবে কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইটটি হ্যাকারদের কবল থেকে মুক্তি পেয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় সোনালী ব্যাংকের ওয়েবসাইটে হানা দেয় হ্যাকারা। বুধবার সকালে ওই সাইটে ঢুকে দেখা যায় হোম পেইজে একটি নোটিশ ঝুলানো। এতে লেখা রয়েছে ‘Hacked By K1nGnCa’। সেখানে হ্যাকার নিজের পরিচয় দিয়েছেন ‘Muslim Hacker’ নামে।

তবে সকাল ১০টার মধ্যে ওয়েবসাইটটি হ্যাকার মুক্ত করেন সোনালী ব্যাংকের আইটি বিশেষজ্ঞরা।

এর আগে ২০১৩ সালে সোনালী ব্যাংকের একটি হিসাবের পাসওয়ার্ড হ্যাকিংয়ের মাধ্যমে আড়াই লাখ ডলার লোপাট হয়।



মন্তব্য চালু নেই