সোনার কোট পিন ফিরিয়ে দিলেন কাদের
উপহার হিসেবে দেওয়া একটি সোনার একটি কোট পিন ফিরিয়ে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় পদ্মা সেতুর সংযোগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান ওবায়দুল কাদেরকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর কিছুক্ষণ পরই শিবচরের মাদবরের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী মঞ্চে উঠেন।
তিনি সোনার তৈরি নৌকাকৃতির একটি কোট পিন হাতে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে তা ওবায়দুল কাদেরের কোটে লাগিয়ে দিতে যান। তখন ওবায়দুল কাদের ইউপি চেয়ারম্যান সুলতানকে ভর্ৎসনা করে বলেন, না..না..আমি সোনার এই কোট পিন নেব না।
ইউপি চেয়ারম্যান এরপরও নৌকাকৃতির কোট পিনটি নেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ করলে ওবায়দুল কাদের রাগত স্বরে বলেন, এসব তোমরা আনো কেন? এসব সোনা-টোনা আনবা না। তোমরা এসব নিয়ে আসো কেন?
পরে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের কাছে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন।
মন্তব্য চালু নেই