সৈয়দপুরের বাজারে ডাকাতি, ৪ নৈশ প্রহরী আহত
নীলফামারী জেলার সৈয়দপুর-রংপুর মহাসড়কে অবস্থিত চিকলী বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে । বুধবার দিবাগত রাত ৩ টার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতি কালে বাধা দেয়ায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ওই বাজারের ৪ নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছে ।
সূত্র মতে, গভীর রাতে মুখোশ পরা ২০-২২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাজারের আরমান টেলিকম, বাবুল মুদি দোকান, লোকমান সারের দোকান ভেঙ্গে নগদ টাকা, মোবাইল নেয় ।
এছাড়াও ডাকাতরা বাজারের অন্যান্য দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে । এ ঘটনা টের পেয়ে নৈশ প্রহরীরা বাঁধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা অস্ত্রের আঘাতে কাজল (৪০), জয়নাল (৩০), আজগর (৪৫) ও জয়নুল (১৭) কে গুরুতর
আহত করে এবং হাত-পা বেঁধে বাজারের পাশে ফেলে রাখে । তাদের চিৎকারে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে ছুটে এলে ডাকাতেরা পালিয়ে যায় ।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত নৈশ প্রহরীদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে ।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় কোন মামলা হয়নি । ডাকাত দলের সদস্যদের সনাক্ত করতে জোর প্রচেষ্টা চলছে ।
মন্তব্য চালু নেই