সেলেনা তাঁর অসুস্থতা নিয়ে মুখ খুললেন

তিন বছর আগে ক্রনিক অটোইমিউন রোগ ধরা পড়ে পপ তারকা সেলেনা গোমেজের। কিন্তু এতদিন তিনি আর রোগটি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। অবশেষে এই তারকা মুখ খুললেন তার রোগ বিষয়ে।

তাঁর এই রোগের খবরটি দু মাস আগে মিডিয়াতে আসে। আর সম্প্রতি ‘ডিসেম্বর ইস্যু অব বিলবোর্ড’ ম্যাগাজিনকে সেলেনা বলেন, ‘ওটা এমনই একটা ব্যাপার যার উপর আমি অভ্যস্ত হয়ে গেছি।’

তিনি আরো বলেন, ‌’এটা ছিল ধ্বংসাত্মক এবং এর জন্য আমি অনেক সাপোর্ট পেয়েছি যা খুবই ভালো। কিন্তু তারপরও এতে আমি কিছুটা অস্বস্তি অনুভব করছি। এটা নিয়ে কথা বলার জন্য আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আর আমি খুব ভালো একটি যায়গায় আছি এবং এখন বেশ ভাল আছি। এটা নিয়ে খুব জোরেশোরে কিছু বলতে চাই না। আর অনেক সময় পর আমি আমার নিজের প্ল্যাটফর্মে এসেছি যা আমাকে অনেক সাহায্য করছে।’

এর আগে এই পপ স্টারকে এই রোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি শধু বলতেন, ‘আমি জানি না আপনারা কি নিয়ে কথা বলছেন।’ তিনি এভাবেই এই প্রশ্ন থেকে এড়িয়ে যেতেন এবং তাঁর এই রোগের খবরটি গোপন রেখেছিলেন।

সবশেষে তিনি বলেন, ‘এটা তিন বছর আগে হয়েছিল যখন আমি আমার রোগের খবর জানতে পারি। আমি মনে করি ওই সময়টি ছিল আমার জন্য বেশ জটিল এবং আমি এটাকে গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু এমন কিছু একটা ঘটেছে যার জন্য আমার সব ব্যাপারগুলো আর প্রাইভেট ছিল না। আমাকে এটা সারা জীবনই বহন করতে হবে। সে রকম একটা পরিস্থিতিতে আমি আছি। আমাকে শুধু নিয়মিত যত্ন নিতে হবে।’



মন্তব্য চালু নেই