সেলফ ড্রাইভিং গাড়ি নিয়ে কাজ করছে অ্যাপল

টেক জায়ান্ট অ্যাপলের সেলফ ড্রাইভিং গাড়ি প্রযুক্তি নিয়ে কাজ করার খবর বেশ কয়েকবার প্রকাশিত হলেও তা পরিষ্কার ছিল না কারো কাছেই। তবে প্রতিষ্ঠানটির নভেম্বর মাসে ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিন্সট্রেশনে সেলফ ড্রাইভিং গাড়ির অনুমতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে প্রতিষ্ঠানটি সেলফ ড্রাইভিং প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাতে আগ্রহী। ফিন্যানশিয়াল টাইমস এর প্রতিবেদনে অ্যাপল জানায়, তারা মেশিন লার্নিং এবং অটোনমাস সিস্টেমে বিনিয়োগ করতে চায় এবং সেলফ ড্রাইভিং প্রযুক্তির সেরা অনুশীলনে সাহায্য করতে চায়। তবে অ্যাপল কি এই প্রযুক্তির ভেহিকল তৈরি করবে নাকি এর ভিতরের প্রযুক্তি নিয়ে কাজ করবে তা এখনও পরিষ্কার নয়।

তবে অ্যাপল যে চালকবিহীন গাড়িতে আগ্রহী সে বিষয়ে কোন সন্দেহ নেই। আবার প্রতিষ্ঠানটি যে সেলফড্রাইভিং গাড়ির উৎপাদন করে রাস্তায় পৌঁছতে পারবে তারও কোন গ্যারান্টি নেই।



মন্তব্য চালু নেই