সেলফি উন্মাদনায় এবার যোগ হচ্ছে ডাইনাসর পোজ

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বদৌলতে সেলফি চেনেন না এমন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হাতে গোনা।তরুণ-তরুণীদের দেখা যায় বিভিন্ন ভঙ্গিতে সেলফি তুলতে। এরমধ্যে ডাক ফেইস (হাসের মতো মুখভঙ্গি) ও বিরক্তিকর ফেইসের সেলফি ছিল জনপ্রিয়তার তুঙ্গে। তবে ডাক ফেইস আর বিরক্তির ফেইসের যুগ বোধহয় শেষ হতে চলেছে। সেলফি উন্মাদনায় এবার যোগ হচ্ছে ডাইনাসর (টি-রেক্স) পোজ। এই পোজে মূলত ফেইসের সঙ্গে হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করা হয়।

ইনস্টাগ্রাম সেলিব্রেটি ও বিউটি ব্লগার হুদা কট্টন এই সেলফির নাম প্রসঙ্গে বলেন, জুম আউটের মাধ্যমে দুই হাত ব্যবহার করে ছবিটি তোলার পর আপনাকে অনেকটাই ডাইনাসরের মতোই দেখায়। তাই এর নাম করা হয়েছে ডাইনাসর সেলফি।যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মেট্রো জানিয়েছে, হুদা কট্টন প্রথম ডাইনাসর সেলফি তোলা শুরু করেছেন।

হুদা কট্টন এ প্রসঙ্গে বলেন, এই সেলফিটি তোলার সময় একটি হাত মাথার কাছে রাখতে হয়। কপাল বা চুলের উপরেও হাতটি রাখলে চলে। এই পোজে সেলফি তুললে যেকোনো পরিবেশে আপনাকে সুন্দর দেখাবে।



মন্তব্য চালু নেই