‘সেরা অধিনায়ক মাশরাফি’

বাংলাদেশের সাফল্যের নেপথ্যে জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ভূমিকা অতুলনীয়।

ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনের পাশাপাশি পুরো দলকে আত্মবিশ্বাসী করে তুলেছেন শ্রীলঙ্কান এই কোচ। বাংলাদেশের দলের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ান ক্লাবের কোচ ছিলেন হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে আগেই ধারণা ছিল কোচের।

তার সেই অভিজ্ঞতা এবার ক্রিকেটারদের সঙ্গে ভাগাভাগি করেছেন কোচ। এর ফলে ক্রিকেটাররাও উপকৃত হয়েছেন। ৪৬ বছরের এই কোচকে সফল বলাই চলে। ক্রিকেট দল ফিরে এলেও হাথুরুসিংহে আসেননি। পরিবারকে সময় দিতে অস্ট্রেলিয়ায় থেকে গেছেন।

অস্ট্রেলিয়াতে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের হাথুরুসিংহে জানিয়েছেন, মাশরাফি বিন মুর্তজা তার দেখা সেরা অধিনায়ক। হাথুরুসিংহের ভাষায়, ‘বিশ্বকাপে মাশরাফির পারফরম্যান্স এক কথায় অসাধারণ। অধিনায়ক হিসেবে বলুন আর ক্রিকেটার হিসেবে। পুরো মার্কস সে ডিজার্ভ করে।’

মাশরাফির অধিনায়কত্ব নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘একজন অধিনায়কের যা করা প্রয়োজন তাই সে করেছে। সতীর্থদের জন্যে সে (মাশরাফি) সেরা। সে ক্রিকেটারদের ভেতর থেকে সেরাটা বের করে নিয়ে আসতে পারে। নিঃসন্দেহে বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি।’ মাশরাফির পাশাপাশি পেসারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট হাথুরুসিংহে।



মন্তব্য চালু নেই