বিএনপির ‘নতুন কৌশল’ কী?

বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সরকারবিরোধী আন্দোলন চলবে জানিয়ে শিগগিরই আন্দোলনের ‘নতুন রূপরেখা ও কৌশল’ প্রয়োগ করা হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

জোটের পক্ষে মঙ্গলবার এক বিবৃতিতে দলের যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু বলেন, ‘প্রতিহিংসা ও বিদ্বেষমূলক অপরাজনীতি থেকে বেরিয়ে এসে গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ২০ দলীয় জোট আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে। দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সরকারকে দাবি মানায় বাধ্য করতে শিগগিরই আন্দোলনের নতুন রূপরেখা ও কৌশল আসছে।’

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ‘নতুন কৌশল’ কী তা স্পষ্ট করে বলা হয়নি।

বিবৃতিতে বলা হয়, দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন চায়। এই দাবি করে বিএনপির দায়িত্বপ্রাপ্ত এই মুখপাত্র বলেন, ‘সমগ্র জাতি আজ সেই লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত। জনগণের ন্যায়সংগত আন্দোলনের বিজয় পতাকা ওড়াবেই, ইনশাআল্লাহ।’

দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজ নাটকের’ অবসান বিএনপি চায় জানিয়ে তিনি বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদকে গুমের পক্ষকাল অতিক্রান্ত হতে যাচ্ছে, অথচ এ বিষয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। এখন পর্যন্ত তার হদিশ না পাওয়ায় বিষয়টি গোটা জাতিকে ভাবিয়ে তুলেছে। ২০ দলীয় জোট অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ নাটকের অবসান ঘটানোর জন্য সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিনকে গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে পুলিশের পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারের বিষয়টি নাকচ করেছে। তার সন্ধানের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। তাতে আদালত তাকে খুঁজে বের করতে রুল দিয়েছেন।

এদিকে সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি মর্মে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সকালে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে স্বামীকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।



মন্তব্য চালু নেই