সেমিফাইনালের আশা ছাড়ছে না বাংলাদেশ
অস্ট্রেলিয়ার দারুণ ব্যাটিং লাইনআপের বিপক্ষে ১৫৬ রানের স্বল্প পুঁজি নিয়েও ভালো লড়াই করেছে বাংলাদেশ। লড়াকু দলকে নিয়ে মাশরাফি সন্তুষ্ট। তবে বোলিং ও ফিল্ডিংয়ে আরো ভালো হতে পারত বলে আক্ষেপ করেছেন টাইগার দলপতি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রথম ছয় ওভার গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানতাম যে, এ মাঠে প্রচুর রান হয়। প্রয়োজনমাফিক রান হয়নি। আমার কাছে মনে হয়, ফিল্ডিং ও বোলিংয়ে আরেকটু ভালো করতে পারলে এ রানটাও অনেক বড় হয়ে যেত। ম্যাচের ফল ভিন্ন হতে পারত।’
ম্যাচের প্রাপ্তির দিকগুলো তুলে ধরে মাশরাফি বলেন, ‘রিয়াদ ফর্মে আছে। ধারাবাহিকভাবে ভালো করেছে। সাকিব বোলিং ভালো করেছে। ব্যাটিংয়েও ও ভালো করেছে। মুশফিকও অনেক দিন পর হাত খুলে ব্যাটিং করেছে।’
ম্যাচের ভালো দিকগুলো পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস বাড়াবে বলে বিশ্বাস মাশরাফির। তিনি বলেন, ‘এখনও আমি মনে করি, আজকে আমরা যেভাবে খেলেছি, সেটার ইতিবাচক দিকগুলো আমরা সামনের ম্যাচে নিয়ে যেতে পারি। আমরা এখনো আশা ছাড়ছি না। আজকের ম্যাচের আত্মবিশ্বাস যদি আমরা পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগাতে পারি, তাহলে ভালো ফল পেতে পারি। ইতিবাচক চিন্তা করে আবার শুরু করলে যেকোনো কিছু হতে পারে। দেখা যাক, সামনের ম্যাচগুলোতে কী হয়।’
শেষ চারে ওঠার লড়াই থেকে অনেকটা ছিটকে গেছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড। দুটি ম্যাচ জেতার পাশাপাশি প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। কাজটা কঠিন হলেও আত্মবিশ্বাসে কোনো কমতি নেই মাশরাফিদের।
মন্তব্য চালু নেই