‘সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আমাদের লক্ষ্য একটাই, জনগণের সেবা। চাকরির স্বার্থে চাকরি করবেন না। মনে রাখবেন, জনগণের সেবা করতে হবে। তাদের শ্রম থেকেই এই বেতন-ভাতা আসে।

শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক ২০১৬ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রথমবারের মতো জনপ্রশাসন পদক প্রদান করা হলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে উৎসাহ দিতে এই পদক প্রদান করা হলো। প্রয়োজনীয় কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য আমরা নানামুখী কাজ হাতে নিয়েছি। সবাই এমনভাবে কাজ করবেন যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি।’



মন্তব্য চালু নেই