সেন্টমার্টি দ্বীপে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে ২পর্যটকের হয়েছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হয়েছেন ৫ জন। আর এখনো নিখোঁজ রয়েছেন অপর ৪জন। সোমবার বেলা ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকের সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো শিক্ষার্থী সাদ্দাম হোসেন ও মমতাজুল ইসলাম। কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে সাগরে গোসল করতে নেমে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে পুলিশ ও কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন। এসময় সাগরে ভেসে যাওয়ার মুহূর্তে মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয় বলে কোস্টগার্ডের সেন্টমার্টিন দ্বীপের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শহীদ আল আহসান জানিয়েছেন। তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে তারা সমুদ্রে গোসল করতে নামে। এসময় স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষ স্পিডবোটে করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়েছে। টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ৩৪ জনের একটি দল সেন্টমার্টিন দ্বীপে ঘুরতে আসেন।
মন্তব্য চালু নেই