সেনবাগে ২ মাদক ব্যবাসায়ী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সদর ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলা থেকে জালাল আহাম্মদ (৪০) ও সেনবাগ উপজেলার থেকে মাসুদ (৩৪)সহ ২জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জালাল আহাম্মদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ও মাসুদের কাছ থেকে ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের বাবুল ছেলে জালাল আহাম্মদ ও সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট এলাকা থেকে খালেক মিয়ার ছেলে মাসুদ । নোয়াখালী ডিবি ওসি আতাউর রহমান ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালাল ও মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই