সেনবাগে মাদক ব্যবসায়ী ২জনকে ভ্রাম্যমান আদালতে সাজা

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক স্থানে ২ মাদক ব্যবসায়ীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে আনোয়ার হোসেন সুজন (২২)কে ২মাস ও সোলেমান পারভেজ(২৭)কে ১ বছর এ সাজা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম। সাজা প্রাপ্তরা হলেন, উপজেলার কাবিলপুর ইউয়িনের মহিদিপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন সুজন ও একই্ উপজেলার কৈশারপাড়া ইউনিয়নের হাতিয়াবাড়ি গ্রামের আবদুস সামাদের ছেলে সোলেমান পারভেজ। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, শনিবার সকালে কাবিলপুর ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন সুজনকে বাংলা মদসহ গ্রেফতার করা হয়। পরে দুপুর ১২টার দিকে কৈশারপাড় এলাকা থেকে ইয়াবাসহ সোলেমান পারভেজকে গ্রেফতার করা হয়। পরে তাদের ২জনকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করা হয়। ভ্রাম্যমান আদালত তাদের ২জনের মধ্যে সুজনকে ২ মাসের সাজা ও সোলেমান পারভেজকে ১ বছরের সাজা প্রদান করেন। সেনবাগ থানার (ওসি) হারুন-অর রশিদ চৌধুরী ২ জনকে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক শারমিন আলম ২জনকে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই